প্রজন্মের সেলফির প্রতি আকর্ষণ দিনকে দিন বেড়েই চলেছে। সেলফি তোলার জন্য তাই প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। বিমান ছিনতাইকারীও নিজের সেলফি তুলতে ভুল করছেন না।সেলফিবাজ মানুষদের চাহিদা পূরণ করতে এবার বাজারে আসছে ভিন্নধর্মী সেলফি স্টিক। তথ্যপ্রযুক্তির খবরের অন্যতম সংবাদমাধ্যম ম্যাশেবল জানায়, অস্ট্রেলিয়ার এক প্রযুক্তি নির্মাণ কোম্পানি এ সেলফি স্টিকটি শিগগির বাজারে নিয়ে আসার পরিকল্পনা করছে। আইওটি গ্রুপ নামের ওই কোম্পানিটির রোম-ই নামের সেলফি স্টিকটি চলতি বছরের জুনের দিকে আন্তর্জাতিক বাজারে আসার সম্ভাবনা রয়েছে।৩৬০ ডিগ্রিতে ছবি তোলা ছাড়াও এটি উড়ন্ত অবস্থায় ২৫ মিনিট লাইভ স্ট্রিমিং করতে সক্ষম। রোম-ইতে রয়েছে ৫ মেগাপিক্সেল সিএমওএস সেন্সর এবং এআরএম করটেক্সের এ৭ প্রসেসর। সুবিধার জন্য এর পাখাকেও ভাঁজ করা যাবে।ধারণা করা হচ্ছে, এটি বাজারে বিদ্যমান লিলি ক্যামেরার সঙ্গে প্রতিযোগিতা করবে। মার্কিন কোম্পানির লিলি ক্যামেরাটিও একটি উড়ন্ত ক্যামেরা। মূল্য নির্ধারণ করা হয়েছে রোম-ইর ২৬৭ মার্কিন ডলার, যেখানে লিলি ক্যামেরার মূল ১১৭৫ মার্কিন ডলার।রোম-ইতে থাকবে এমন এক সেন্সর, যা ছবি তোলার পর ডিভাইসটিকে ফের ব্যবহারকারীর হাতে পৌঁছে দেবে।
একটি মন্তব্য পোস্ট করুন