আপনারা কে কে অ্যান্ড্রয়েড ফোনে গেমস খেলতে পছন্দ করেন? অনেকেই তো আবার এখন গেমস খেলার জন্য অনেক হাই কনফিগারের স্মার্টফোন কিনে নেয়। তবে আবার এমন গেমস আছে যেগুলো খেলতে আর অনেক বেশী পারফমেন্স সমৃদ্ধ ফোনের দরকার নেই।
আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো এ মাসের অর্থাৎ অক্টোবর ২০১৫ তে যে গেমস গুলো সবথেকে বেশী জনপ্রিয়তা অর্জন করেছে সেগুলোর সাথে।
## 5 Eternity Warriors 4
গ্লু আপনাদের জন্য সেরা একটি অ্যাকশান ধর্মী এনেছে যেটা Eternity Warriors 4 এক কথায় নতুন এই গেমসটির গ্রাফিক এবং সাউন্ড কোয়ালিটি সত্যি অসাধারন। আছে প্রচুর লেভেল যেগুলো একবার শুরু করলে আর বন্ধ করতে মন চাইবে না।
Eternity Warriors 4 ডাউনলোড করতে আপনাকে যেতে হবে এখানে!
## 4 Star Wars: Uprising
জনপ্রিয় স্টার ওয়্যার মুভিটার কথা কার কার মনে আছে? আমা কিন্তু সেই মুভিটা বেশ ভালো লেগেছিল আর সেই মুভিটার আদলেই তৈরি হয়েছে Star Wars: Uprising যে গেমসটি আমার দেখা সেরা একটি গেমস। এটির গ্রাফিক আপনাকে নিশ্চিত মুগ্ধ করবে।
গেমসটি গুগল প্লে থেকে ডাউনলোড করতে যেতে হবে এই লিংকে!
## 3 UNKILLED
যারা জুমবি শুটিং গেমস পছন্দ করেন তাদের UNKILLED গেমসটি ভালো লাগবে। ডেড ট্রিগার ১ এবং ২ এর কথা মনে আছে? যারা খেলেছেন তাদের হয়তো মনে আছে। আর যদি না খেলে থাকেন তবে এই গেমসটি একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগবে।
## 2 Hitman: Sniper
নাম সুনেই বুঝতে পারছেন গেমসটি কেমন হতে পারে? সত্যি বলতে আমার কাছে Hitman অন্যতম একটি চরিত্র এবং এই সিরিজের প্রায় সব কটি গেমস’ই আমার কাছে অনেক বেশী পছন্দের। নতুন এই গেমস এ আপনাকে স্নাইপারের চরিত্রে দেখবেন যেটা নিশ্চিত অনেক উপভোগ করার মতো ক্যারেক্টার।
Hitman: Sniper গুগল প্লে থেকে ডাউনলোড করতে আপনাকে যেতে হবে এই লিংকে!
## 1 Earn to Die 2
জুমবি ভক্তদের জন্য আরও একটি অসাধারন গেমস Earn to Die 2 যেখানে আপনাকে একটি গাড়ি নিয়ে সম্পূর্ণ দৌড়ের উপরে থাকতে হবে এবং একই সাথে ভুত গুলরে ইচ্ছা মতো গাড়ির চাকা দিয়ে পিষতে হবে। সাথে গুলি তো ফ্রি আছেই। গেমসটি বাচ্চাদের গেমস মনে হলেও খেলতে কিন্তু দারুন।
যেটা ফ্রিতে ট্রাই করতে আপনাকে যেতে হবে এই লিংকে!
Thanks
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন