বাংলাদেশে তৈরী গেম ‘ওয়াচ আউট এগি’

বাংলাদেশে এবার তৈরী হল বিশ্বমানের এন্ড্রয়েড গেম! সম্পুর্ন কাহিনী ভিত্তিক এই গেম টি যে কেউ খেলে মজা পাবেন।
বেশিদিন হয়নি এটি রিলিজ হয়েছে। এটি তৈরী করেছে বায বাংলা নামক বাংলাদেশি একটি প্রতিষ্ঠান। গেমটিতে অ্যাডভেঞ্চার আর পাজল দুটোই রয়েছে । ১০০ এরও বেশি লেভেল সমৃদ্ধ গেমটিতে কেন্দ্রীয় চরিত্র একটি সাধারন ডিম! যার নাম এগি ’; এই সাধারণ এগির এক অসাধারণ মহাকাব্যিক অ্যাডভেঞ্চার দেখানো হয়েছে এই গেমটিতে। এখানে পৃথিবী থেকে অনেক দূরের এগ প্ল্যানেট এর কথা বলা হচ্ছে। যেখানে এগি তার প্ল্যানেট এর অন্যান্য এগ দের চরম সাহসিকতার সাথে ভয়াল এলিয়েন দের কাছ থেকে রক্ষা করে। এখানে গেমারকে সেই দুঃসাহসী এগির ভূমিকায় খেলতে হবে।
দারুন এই গেমটির পেইড/ফ্রি ভার্সন ডাউনলোড করুন নিচের ঠিকানায়-
Download Paid version

Download free version

Tutorial – 


Developer Website – Buzzbangla
Facebook Page : Watch Out Eggy
পোস্ট টি বাংলাটেক২৪ থেকে সংগৃহীত হয়েছে

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন