একইসঙ্গে সর্বাধিক ৫০ জনের সঙ্গে সরাসরি কথা বলুন ফেসবুকে


মেসেঞ্জারের এ ফিচারটি বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে চালু হয়েছে বলে জানানো হয়েছে। এতে মেসেঞ্জারে যেকোনও গ্রুপ চ্যাট থেকে ভয়েস ওভার আইপি (ভিওআইপি) অডিও কলের সুবিধা পাবেন গ্রাহকরা।মেসেঞ্জারের এক মুখপাত্র জানিয়েছেন, এমনও পরিস্থিতি তৈরি হয়, যখন শব্দ টাইপ করে করে ভাবের আদান-প্রদান যথেষ্ট মনে হয় না। তখন অন্যজনের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়। আর এ ভাবনা থেকেই চালু করা হয়েছে গ্রুপ কলিং ফিচার।গ্রুপ কল শুরু করতে গ্রাহককে চ্যাট বক্সের পাশে ফোন আইকনটি ট্যাপ করতে হবে। এরপর সংশ্লিষ্ট গ্রুপ চ্যাটের কোন কোন সদস্যের সঙ্গে কথা বলতে চান, তা বাছাই করতে হবে। বাছাই করা সব সদস্যই একইসঙ্গে ম্যাসেঞ্জার কল পাবেন।কেউ কলটি মিস করলেও তা চালু থাকবে এবং সংশ্লিষ্ট ব্যবহারকারী গ্রুপ চ্যাটের ফোন আইকনে ট্যাপ করে কথপোকথনে শামিল হতে পারবেন। এছাড়াও কলে কে কে যোগ দিয়েছেন তা জানতে পারবেন গ্রাহক ও প্রয়োজনে গ্রুপের কাউকেও কথপোকথনে যুক্ত করতেও পারবেন।
সূত্র: মেইল অনলাইন

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন