পৃথিবী ব্যাপি ২০২০ সালের মধ্যে ইন্টারনেট গতির সম্ভাবনা ২০ জিবিপিএস


বর্তমানে ইন্টারনেট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সোশাল নেটওয়ার্ক থেকে অফিসের কাজকর্ম সবই হয় ইন্টারনেটের মাধ্যমে। তাই এই ইন্টারনেটকে আরো শক্তিশালী করতে সারা বিশ্বের বিভিন্ন দেশের  কম্পানি গুলো ব্যান্ডউইথ এর স্পিড বাড়ানোর প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে। এরই মধ্যে জাপান ফোরজি থেকে ফাইভজি নেটওয়র্কে উন্নত করার কাজ শুরু করে ফেলেছে। চীন মোবাইল নেটওয়ার্ক নির্মানকারী কম্পানি হুয়াইয়ে এই কাজে জাপানকে সাহায্য করছে। জাপানের মোবাইল অপারেটর এনটিটি ডোকোমো নেটওয়ার্ক তৈরির কাজ করছে। তাদের কাছে ৬ গিগাহার্জ ফাইভ জি তরঙ্গ থাকায় নেটওয়ার্ক অবকাঠামো তৈরির কাজ হুয়াইয়ে করে যাবে। এবং এই ফাইভ জি ইন্টারনেটে গতি ৩.৬ জিবির সম্ভাবনা আছে।

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন