হোমTech news মহাকাশে বাংলাদেশের ন্যানো স্যাটেলাইট byErfan Ali -জুন ১৫, ২০১৬ 0 মহাকাশে একটি ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।২০১৭ সাল নাগাদ এটি উৎক্ষেপণ করা যাবে বলে আশা করা হচ্ছে।এ নিয়ে বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং জাপানের একটি গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিও হয়েছে। সূত্র : বিবিসি বাংলা
একটি মন্তব্য পোস্ট করুন