স্যামসাং Galaxy J7 vs হুয়াওয়ে P8 Lite

স্যামসাং ও হুয়াওয়ে দুইটি ব্র্যান্ডই এখন স্মার্টফোন জগতে এনে দিয়েছে নতুন মাত্রা। এদের দুইটি মডেল, স্যামসাং Galaxy J7, হুয়াওয়ে P8 Lite এর খুঁটিনাটি আলোচনা করাই আমাদের আজকের উদ্দেশ্য।
স্যামসাং Galaxy J7, হুয়াওয়ে P8 Lite ফোন দুইটির প্রযুক্তিগত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে অনেক সাদৃশ্য, তবে কিছু পার্থক্যও রয়েছে। আসুন দেখে নেই ফোন দুইটির পার্থক্য ও সাদৃশ্য সমূহ। 

•Galaxy J7 ফোনের স্ক্রিন সাইজ ৫.৫ ইঞ্চি। অপরদিকে, P8 Lite ফোনের স্ক্রিন সাইজ ৫.০ ইঞ্চি।

•Galaxy J7 এর প্রসেসর Quad-core 1.4 GHz Cortex-A53 এবং P8 Lite এর প্রসেসর Octa-core 1.2 GHz Cortex-A53 ।

•Galaxy J7 ফোনের অপারেটিং সিস্টেমই ৫.১ (ললিপপ) । অপরদিকে, P8 Lite ফোনের অপারেটিং সিস্টেমই ৫.০.২ (ললিপপ) ।

•দুইটি ফোনেরই রেয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫.০ মেগাপিক্সেল।

•দুইটি ফোনেই WIFI, 3G ও 4G সাপোর্ট করে।

•Galaxy J7 ফোনের র‍্যাম ১.৫ গিগাবাইট। অপরদিকে, P8 Lite ফোনের র‍্যাম ২ গিগাবাইট।

•Galaxy J7 ফোনের ব্যাটারি ব্যাকআপ ৩০০০ mah। অপরদিকে, P8 Lite ফোনের ব্যাটারি ব্যাকআপ ২২০০ mah।

•দুইটি ফোনেই ডুয়াল সিম সাপোর্ট করে।

•দুইটি ফোনের ইন্টারনাল স্টোরেজই ১৬ জিবি।

•দুইটি ফোনেই ১২৮ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমরি কার্ড ব্যাবহার করা যাবে।

স্যামসাং Galaxy J7 ফোনের মূল্য প্রায় ১৭,৫০০ টাকা, অপরদিকে হুয়াওয়ে P8 Lite ফোনের মূল্য প্রায় ১৭,২০০ টাকা। স্থানভেদে দামের কিছুটা উপর-নীচ হতে পারে। দাম ও প্রযুক্তিগত বৈশিষ্ট্যের বিচারে দুটি ফোনই অনেক ভাল। তবে কেনার পূর্বে অবশ্যই আপনার চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিবেন।

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন